রবি ঠাকুর
রবি ঠাকুর


তার সাথে দেখা হয়নি কোনদিন
শুধু তার লেখা পড়ে গেছি প্রাণ জুড়ে।
তার প্রতিটি ছন্দে সে আমায়
ব্যাক্ত করে গেছে আদ্যপ্রান্ত।
আমার শৈশব, কৈশোর, যৌবনের প্রতিটি বসন্তে
অথবা শ্রাবণ - শীতের মেঘলা আলোয়,
হিমেল হাওয়ার প্রতিটি গন্ধে, কখনো
বৈশাখী তপ্ততাতেও সে সুর মিলিয়েছে,
যেন গেয়ে গেছে আমারই জীবনের গান।
রম্যতার গল্পে, উপন্যাসে সে যেন
সুধিয়েছে চোখের বালির তান।
শিখিয়েছে জীবনের জটিলতম
শেষের - কবিতায়, গুপধনের খোঁজ করতে।
সে আমার আদি অনন্ত এক নাম
কিশোর - যৌবন, বেলা শেষের
সে আমার, কেবল আমারই - রবি ঠাকুর।