রাসলীলা
রাসলীলা
1 min
11.8K
রাসলীলা।নিধুবনে গিয়ে, শিখিলাম প্রেম, উচাটন করে, মন,
চাহিয়া তমাল, তরু পানে আজি, উদাসী হইল প্রাণ।
যত কিছু ছিল, হৃদয় গহীনে, উঠিল ভাসিয়া, চিত্তে,
আবিষ্ট নয়নে, দেখতে পেলাম, স্বরূপে আপন, হিয়ে।
বসিয়া তমাল, তলে দুটি হনু, করে লীলা নিজ, মনে।
অপরে হৃদয়, দিয়ে তারা আছে, প্রেম রসে নিধুবনে।
প্রভু তুমি এলে, হনুমান বেশে, বুঝি রাসলীলা, তরে,
মূঢ় আমি দেখি, শুধু পশু বলে, ফ্যালফ্যাল চোখ, করে।