পরিযায়ী
পরিযায়ী


চোখে ঘুম পেটে খিদে নিয়ে
রোদ ধূপ হাঁটা খুব সিধে।
শিরে বোঝা বিষ ফোড়া হয়ে
ছেলে গুলা দেয় হাঁটা সাথে।
নাম দিলা গাল ভরা বুঝি
পরি যায়ী হনু মোরা আজি।
তুমি রাজা তাই সাজা দিলা
আমি প্রজা ধর্ম সেবা করা।
আহা মায়া দিয়ে তোরা খুশ
ছবি দিয়া গর্ব করা মুখ।
মোরা বুঝি সব কিছু আজি
সহ্য করা ধর্ম মোরা বুঝি।