ফুচকা
ফুচকা

1 min

527
ছোটখাটো গোলগাল মোটা পেট খানা,
পেট চিড়ে ভরে দাও মশলা আলু সানা।
তেতুল জলে তারে করিয়ে নাও স্নান,
আপামর জনগণ তাকে দেয় সম্মান।
এ হেন মধুময় দ্রব্য, নামটি তার ফুচকা,
প্রেমহীন নীরস সে যে তাকে দেয় ধোকা।
যে জন রসিক সে তারে দেয় মুখে পুরে,
শ্রীকৃষ্ণের বিশ্বরূপ লোক দর্শন করে।
হুশ হাশ শব্দ ওঠে, আসে জল চোখে,
তবুও আঁকড়ে ধরে মায়া কাজল এঁকে।
ফুচকা প্রেমী মানুষজন ভূবনে অমিল,
তার সাথে আড়ি নেওয়া ভারি মুস্কিল।
সব ঠোলায় থাকে সে ধনী হোক বা দীন,
টক টক ঝাল ঝাল, তার গুণ অমলিন।