STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Others

2  

আরিয়ানা ইচ্ছা

Others

নব্বই দশকের দুপুরগুলো

নব্বই দশকের দুপুরগুলো

1 min
170


কেমন ছিলো সময় তখন


চোখে দেখা নয় তাই,


যা যা জানি যেটুক বলি


সবটুকু শোনাই।


তখন নাকি দুপুরবেলায়


বড়রা ছিলো ছোট তখন,


বায়না ধরতো অনেক কিছুর


ইচ্ছে হতো যখন যখন।


থিয়েটারে চলতো তখন


আগের যুগের মুভি,


চুরি করে দেখতে যেতো


ভয় পেতো খুবই।


কান মলানী আর ধোলাই


ছিলো ধরা পড়ে শাস্তি,


মায়েরা দৌড়ে বাঁচাতে এলে


চলতো তার উপর ধস্তাধস্তি।


নব্বই দশকের দুপুরগুলো


ছিলো অনেক প্রাচীন,


বেশী জানা নেই তাই আর


লিখা সমীচীন।


Rate this content
Log in