নব্বই দশকের দুপুরগুলো
নব্বই দশকের দুপুরগুলো
1 min
170
কেমন ছিলো সময় তখন
চোখে দেখা নয় তাই,
যা যা জানি যেটুক বলি
সবটুকু শোনাই।
তখন নাকি দুপুরবেলায়
বড়রা ছিলো ছোট তখন,
বায়না ধরতো অনেক কিছুর
ইচ্ছে হতো যখন যখন।
থিয়েটারে চলতো তখন
আগের যুগের মুভি,
চুরি করে দেখতে যেতো
ভয় পেতো খুবই।
কান মলানী আর ধোলাই
ছিলো ধরা পড়ে শাস্তি,
মায়েরা দৌড়ে বাঁচাতে এলে
চলতো তার উপর ধস্তাধস্তি।
নব্বই দশকের দুপুরগুলো
ছিলো অনেক প্রাচীন,
বেশী জানা নেই তাই আর
লিখা সমীচীন।
