নারী আন্দোলন
নারী আন্দোলন


বলতে পারো কাকে বলে
নারী আন্দোলন,?
স্বামীর হাতে মার খেয়েও
স্ত্রী তাকেই করে সমর্থন।
বলতে পারো কাকে বলে
নারী আন্দোলন?
যে ছেলে ভাত দেয় না
সেই মায়ের বুকের ধন।
বলতে পারো কাকে বলে
নারী আন্দোলন?
নাবালক রেহাই পায়
করলেও ধর্ষণ।
বলতে পারো কাকে বলে
নারী আন্দোলন?
নারী কলংকিত হবার ভয়ে
খোঁজে ঘরের কোন।
বলতে পারো কাকে বলে
নারী আন্দোলন?
যৌণ হেনস্থার বয়স নেই
বুকের মাঝে ভয়টা তাই
জ্বালায় সারাক্ষণ।
বলতে পারি একেই বলে
নারী আন্দোলন
যে আন্দোলনে সায় দেয় না
নিজেই নিজের মন।