মন্ত্রী হবো
মন্ত্রী হবো
পরের জন্মে মানুষ হলে,
খুব ভালো মন্ত্রী হবো,
খোজ রাখবো জনগণের
কে আছে অনাহারে,
কার প্রয়োজন চিকিৎসার
কার প্রয়োজন বাসস্থানের
ঠাণ্ডা ঘর আর বিদেশ ভ্রমণ
একটু দূরে সরিয়ে রেখে
জনগণের করবো কাজ
থাকবো সদাই তাদের পাশে।
চাকরি পেতে টাকা নয়
লাগবে শুধু মেধা
সরকারি বরাত পাবে
শুধু কাজেই যে সেরা।
ভুলবো নাকো যে এলাকায়
ভোটের আগে গেছি
করজোড়ে জানিয়ে দিয়ে
আমি সবার পাশে আছি।
সবাই আমায় রাখবে মনে
আমার ভালো কাজে
নইলে আর লাভ কি বলো
অমন মন্ত্রী সেজে।