মহাপ্রাণ নজরুল
মহাপ্রাণ নজরুল


নজরুল ইসলাম, নয় শুধু কোন নাম;
এ হোল এক জীবন ধারা,যা বয়ে চলে;
চুরুলিয়া থেকে ঢাকা,ভাসিয়ে সাহিত্যের
জোয়ারে সারা বাংলা।
কষ্টে ভরা শৈশবে করেছিলে শিক্ষকতা থেকে
চায়ের দোকানে কাম, তাই জুটেছিল তোমার;
দুখুমিয়া নাম।
কখনো মুয়াজ্জিন, কখনো সাংবাদিক; কখনো
বা সেনানী,কখনো লেটোদলে অভিনয় করেছো
তুমি জীবিকার টানে। এগিয়ে গেছে তোমার জীবন
ধারা বাঁকে বাঁকে; মানবতার জয়গান গেয়ে।
সাম্যের কবি তুমি, লিখেছো হিন্দু শ্যামা সঙ্গীত;
লিখেছো ইসলামী গজল গীত। ফুটালে তুমি একই
বৃন্তে দুটি ফুল, পেল সমান সম্মান হিন্দু-মুসলমান।
তুমি হলে সঙ্গীতের বুলবুল।
হাতে ধূমকেতু, কোলে শিশুতোষ,বুকে বিদ্রোহী-
প্রলয়োল্লাস নিয়ে ঝাঁপ দিলে তুমি ভারতমাতাকে
করতে স্বাধীন। তোমায় দানিল আপামোর ভারতবাসী
বিদ্রোহী কবি উপাধি।
মানবতার জয়গান গেয়ে, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে;
ইউলিসিস হয়ে উদ্যত হলে ভাঙতে কারার লৌহকপাট ;
হয়ে রাজরোষের শিকার,পেলে কারাবন্দী জীবন উপহার।
নির্বাক হয়ে বিছানায় শুয়ে, পেতে হল স্বাধীনতার স্বাদ।
হে! ভারতের পদ্মভূষণ সাহিত্যিক, বাংলাদেশের জাতীয়কবি;
মহাপ্রাণ নজরুল ইসলাম, শুভ জন্মদিনে লহ শতকোটি প্রণাম।