মা
মা


যখন তুমি হৃদয়ে আসো
আমি যে আর বইতে পারিনা।
যখন তুমি যে চোখেতে ভাসো
আমি যে আর রইতে পারিনা।।
শুধু তোমায় কাছে পাবো
বারংবার দেখতে চাব।
এই আনন্দ তাইতো আর
সইতে পারি না।।
বছর বছর তোমায় আনতে
তাইতো স্থির হইতে পারিনা।
বিসর্জনেও তোমার যাওয়া
তাইতো আমি সইতে পারিনা।।
যখন তুমি হৃদয়ে আসো
আমি যে আর বইতে পারিনা।
যখন তুমি চোখেতে ভাসো
আমি যে আর রইতে পারিনা।।