মা সব জানে
মা সব জানে


আমি মা, তাই সব জানি,
কার পেটের ব্যথা, কার শুধু দুষ্টুমি,
সব জানি আমি।
কে চেয়ে থাকে উদাস হয়ে, মন খারাপে ঘরের কোণে,
মা এর হৃদয় সবই জানে।
কার বইয়ের মলাট ছেঁড়া, কার চুড়ির রঙ মেলেনি, মা হয়ে তা সবই জানি। রাতের বেলা ঘুমের গান, তাও তো কেমন জানা আমার,
সব ঘুমোলে নিঝুম রাতে, মন চলে যায় সেই দিনগুলোতে,
যখন ছিলাম আমি মায়ের সাথে।
এতো কিছু জেনেও মা পরে সব কি ভুলে যায়,
না কি জেনেও সব ভুলে যাওয়ার করে অভিনয়?