Recitation by G. Nayak

Others

0  

Recitation by G. Nayak

Others

কলির ছেলে

কলির ছেলে

1 min
380


ছেলের যখন জন্ম হলো

ঘর ভরা চাঁদের আলো।

দশজনের একজন হবে

গরবে মোদের বুক ভরবে।

পাঠালাম তারে হোস্টেলে

অল্প দিনেই গেল ভুলে।

প্রয়োজনে শুধু পিতামাতা

বুক ভর্তি তার স্বার্থপরতা।

মানুষ আজ আমাদের ব্যাটা

আমরাই তার গলার কাঁটা।

বৌকে নিয়ে সুখী সংসার

আমরা আজ পৃথিবীর ভার।

আমাদের স্থান বৃদ্ধাশ্রম

দেখতেও তার চায়না মন।


বলতে গিয়ে মরি লাজে

না বলেও পারছি না যে,

ছেলেদের আজ যোনিগত মন

আর অন্নগত প্রাণ,

বুড়ো বুড়ি থাকলে ঘরে

লুটায় তাদের মান সম্মান।


Rate this content
Log in