STORYMIRROR

KAJOL MANDAL

Abstract Romance

2  

KAJOL MANDAL

Abstract Romance

কবিতা তুমি

কবিতা তুমি

1 min
146

পাখিরা ফিরে নীড়ে।

সন্ধ্যা নামে ধীরে ধীরে।


থেমে যায় দিনের শব্দরা।

ভীড় করে জোনাকীরা।


এটা এক গাঁ।

এক অজ গাঁ।


এখন চারপাশটা চুপ।

শিশির পড়ছে টুপ টুপ।


সব মিলে এক নেশা।

কবিতারা ভাসা ভাসা।



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar bengali poem from Abstract