কবিতা তুমি
কবিতা তুমি


পাখিরা ফিরে নীড়ে।
সন্ধ্যা নামে ধীরে ধীরে।
থেমে যায় দিনের শব্দরা।
ভীড় করে জোনাকীরা।
এটা এক গাঁ।
এক অজ গাঁ।
এখন চারপাশটা চুপ।
শিশির পড়ছে টুপ টুপ।
সব মিলে এক নেশা।
কবিতারা ভাসা ভাসা।
পাখিরা ফিরে নীড়ে।
সন্ধ্যা নামে ধীরে ধীরে।
থেমে যায় দিনের শব্দরা।
ভীড় করে জোনাকীরা।
এটা এক গাঁ।
এক অজ গাঁ।
এখন চারপাশটা চুপ।
শিশির পড়ছে টুপ টুপ।
সব মিলে এক নেশা।
কবিতারা ভাসা ভাসা।