KAJOL MANDAL
Abstract Romance
পাখিরা ফিরে নীড়ে।
সন্ধ্যা নামে ধীরে ধীরে।
থেমে যায় দিনের শব্দরা।
ভীড় করে জোনাকীরা।
এটা এক গাঁ।
এক অজ গাঁ।
এখন চারপাশটা চুপ।
শিশির পড়ছে টুপ টুপ।
সব মিলে এক নেশা।
কবিতারা ভাসা ভাসা।
স্বাধীনতা কথা
মা
একা একা
নশ্বর মন
হোলি হে
শরৎ তুমি/শরৎক...
সন্ধ্যা তুমি
শিক্ষক তুমি
নির্জন নীড়
রাত তুমি
হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয় হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়
প্রিয় বান্ধবী প্রিয় বান্ধবী
হারানো ভালোবাসা হারানো ভালোবাসা
দুদিকেই দুদিকেই
আমাকে দেখুন আমাকে দেখুন
ভাড়া ঘর ভাড়া ঘর
আমার আমি...... আমার আমি......
দুই বিন্দু অশ্রুজল দুই বিন্দু অশ্রুজল
আমার দুনিয়া আমার দুনিয়া
ঘরে ফেরার গান ঘরে ফেরার গান
হারিয়ে যাবে একলা পাখি হারিয়ে যাবে একলা পাখি
পুড়ছে আগুন জ্বলছে যে ঠোঁট আর একটু স্মৃতিরা | পুড়ছে আগুন জ্বলছে যে ঠোঁট আর একটু স্মৃতিরা |
রাত জাগে জলে ডোবা 'বাঁশকাঠি' রাত জাগে জলে ডোবা 'বাঁশকাঠি'
মিছেমিছি কেন আঁকড়ে ধরো বালির আঁকা,তাশের ঘর মিছেমিছি কেন আঁকড়ে ধরো বালির আঁকা,তাশের ঘর
উপসংহারের আগে অসম্পূর্ণ সনেটটির কটাক্ষ উপসংহারের আগে অসম্পূর্ণ সনেটটির কটাক্ষ
বৌ আমার স্বপন করেছে বপন বৌ আমার স্বপন করেছে বপন
স্বপ্নে দেখেছিলাম তোমায় নৌকার মাঝি-রূপে... স্বপ্নে দেখেছিলাম তোমায় নৌকার মাঝি-রূপে...
ঈশান কোনে গুরুগুরু মেঘ ঈশান কোনে গুরুগুরু মেঘ
প্রাপ্তি, আবার লড়তে চাওয়ার এক টুকরো মরীচিকা। প্রাপ্তি, আবার লড়তে চাওয়ার এক টুকরো মরীচিকা।
কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে , কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে ,