কান্ডারী হুশিয়ার।
কান্ডারী হুশিয়ার।


কান্ডারী হুশিয়ার। প্রাণসমুদ্রে ভাসে জীবন তরী। উঠলো ঝড় তুফান।
নিখিলেস ফিরলো প্যারিস থেকে। আরো কত কে কে নাম না জানা।
পদ্মা নদীর মাঝি-মোল্লা নিখোঁজ। ফিরবে তারা হেঁটে হেঁটে।
কেউ কেউ দোলে মৃত্যু কোলে।
রইলো যারা বেঁচে। কাতলা মাছ খাবি খায়।
কঠিন জীবন সংগ্রাম। মেলা ভাঙার শেষে ধোঁয়া উদগিরণ।
চারদিকে ছড়িয়ে ছাই।
টাল খাওয়া তরী চলে ধীরে ধীরে। ব্যর্থ প্রেমিকা হাঁটে অসাড় পায়ে।
ঠিকানা অজানা। প্রাণসমুদ্রে ঝড় উঠেছে কান্ডারী হুশিয়ার।