কানারামের ঘরসাফ
কানারামের ঘরসাফ


কানারাম লোক অতি সাচ্চা
আছে তার গোটা চার বাচ্চা
ইঁদুর-বাদুর-টিকটিকি-ছুঁচো
সবগুলোর মুখ অতি বু্ঁচো।
কানারাম হাটে ঘাঁটে আবর্জনা
ভরে নিজের ছেড়া থলি খানা
দিয়ে কেজি কেজি মশা ডানা
পয়সা তার একটুও লাগে না।
বাচ্চাগুলো কাশে খুব খুক খুক
ডানা আটকে গলা থেকে বুক
হলো সবাই বিবাগী ঘরছাড়া
হয়ে গেল তার ঘর সাফ করা।