জারটো পইড়েছে বাপ
জারটো পইড়েছে বাপ

1 min

561
জারটো কেমন পইড়েছে বাপ
কি ঠান্ডাটো বটে,
আজ আর গাটো ধুব নাই
যাব নাই বাঁধের ঘাটে।
রাতভর জলটো পইড়েছে
ম্যাঘটো হয়েছে ফুটো,
একটো লেপে পোষাইছেনা
জোড়া দিয়েছি দুটো।
ম্যাঘটো ঝামুড়ে আসেছে
জলটো হবেক বুঝি,
কাজ কামটো হবেক নাই
লেপের তলাটো খুঁজি।
একটুকুন জল পড়লে গায়ে
চড়াম করে লাগে,
সুয়েটারটো খুইলবার নাই
কাঁপনে ভূত ভাগে।
খায় দায় আর ঘুমোয়
এমন জারটো, হায়,
বৌ বিটিদের কষ্টটো বটে
জলটো ঘাঁইটছে ঠাই।