STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Others

2  

আরিয়ানা ইচ্ছা

Others

ইতিহাসের ছেঁড়া পাতায়

ইতিহাসের ছেঁড়া পাতায়

1 min
176


নিরিবিলি খুজতাম আমি


বলতে কথা কতো,


আমার মনের যতো কথা


জমিয়ে রাখা শত।


ক্ষত বিক্ষত করে তুমি


দিলে মনের ভেতর,


বাইরেটাও হলো নিস্তেজ


শক্তিহীন ধর।


তোমার যা যা স্মৃতি সবই


ছিলো মনে খাতায়,


ভালোবাসা পেলো ঠাঁই


ইতিহাসের ছেঁড়া পাতায়....!


Rate this content
Log in