ইতিহাসের ছেঁড়া পাতায়
ইতিহাসের ছেঁড়া পাতায়
1 min
176
নিরিবিলি খুজতাম আমি
বলতে কথা কতো,
আমার মনের যতো কথা
জমিয়ে রাখা শত।
ক্ষত বিক্ষত করে তুমি
দিলে মনের ভেতর,
বাইরেটাও হলো নিস্তেজ
শক্তিহীন ধর।
তোমার যা যা স্মৃতি সবই
ছিলো মনে খাতায়,
ভালোবাসা পেলো ঠাঁই
ইতিহাসের ছেঁড়া পাতায়....!
