একটু আগেও ছিল
একটু আগেও ছিল

1 min

130
একটু আগেও ছিল ওরা
কৃষ্ণচূড়ার ছায়ায়
রাস্তার ধারে বাঁধানো ছোট বেঞ্চটায়
একটু আগেও বসেছিল
ছেলেটার হাত ছুঁয়ে ছিল মেয়েটা
কাঁধে মাথা রেখেছিল অপার নিশ্চিন্তে….
ওরা ভালবাসায় ছিল
ভরসায় ছিল
হাজারো রঙিন স্বপ্নে এক সমুদ্র আশায়….
একটু আগেও ছিল
এখন নেই
ওরা এখন নেই
আচমকা রেলিং ভেঙে লালমুখো খুনি লরিটা
যেন ঝাঁপিয়ে পড়েছিল
যেমন হিংস্র কোন শিকারী শিকারের উপর
পিষে দিয়েছিল দুজনকে
মূহূর্তে ভেসে যাচ্ছিল রক্তে গোটা ফুটপাত….
স্তম্ভিত হয়েছিল পথ চলতি মানুষ
দোকানীরা
দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অশীতিপর বৃদ্ধা….
একটু আগেও ছিল ওরা
ছিল ভালবাসা হাজারো স্বপ্ন আশা….
এখন কিছু নেই
শুধু রক্ত আর রক্তমাখা দুটো মাটির তাল ।।