STORYMIRROR

Sampa Maji

Others

3  

Sampa Maji

Others

একাকিত্ব

একাকিত্ব

1 min
313


একা থাকতে আমি ও খুব ভালো বাসতাম

নিজের জীবন কাউকে কৈফিয়ত দিতে হবে না।

যা মনে হবে তাই করবো নিজের মালিক নিজেই হবো

এই ভাবে থাকতে থাকতে আমার অজান্তেই।

একাকিত্ব আমায় এমন ভাবে গ্রাস করে নিল

সবার থেকে অনেক দূরে নিয়ে যেতে লাগল।

আলোর থেকে অন্ধকার আমার কাছে প্রিয় মনে হতে লাগল,

আত্মীয় স্বজন আমার কাছে অসহ্য মনে হল।

কারো কথা আমার কান ভেদ করে মনে পৌঁছলো না

হারিয়ে যেতে লাগলাম আমি অন্ধকারে একাকি।।


Rate this content
Log in