একাকীত্বের যাত্রী
একাকীত্বের যাত্রী

1 min

199
নিরবে, নিস্তবে আছে অন্তর কুঁকড়ে,
চিন্তা আসে না,
ভাব আসে না,
চেতনার সমুদ্র একাকীত্বের কামড়ে।
সব হয়ে গেছে ছাই ক্রোধের দহনে,
অনুভতি শূণ্য
অনুমতি শূণ্য
বিরহ-বিধুর চেতনা শঙ্কিত শমনে।
আছে যা কিছু অন্তরে কুন্ডলী পাকিয়ে,
তার আদি নেই,
তার অন্ত নেই,
রসদের অভাবে বর্তমান আছে ঘুমিয়ে।
যন্ত্রণা মুখর ঝড় বয় সকাল-দুপুর -রাত্রি,
সহানুভূতি নাই,
সমানুভূতি নাই,
আমরা সবে একাকীত্বের যান বোঝাই যাত্রী।