ধর্ষিতগনতন্ত্র
ধর্ষিতগনতন্ত্র


ধর্ষিত গনতন্ত্র।ওরা জঙ্গল , ওরা সংখ্যায় বেশি;
থাকে রোদে-জলে উন্মুক্ত আকাশে মাথা তুলে।
অবহেলার কোটরে গুরুত্ব। উচ্ছিষ্ট ভক্ষণ।
কুঠারের আঘাতে অঙ্গ ছিন্ন, সুশোভিত খাট, গড়ে ওঠে বিশাল ইমারত।
নিশ্চিত নিদ্রায় অধরা নিরব প্রতিবাদ।
জ্যোস্না আলোতে ব্যাথা উপশম, চেষ্টা ব্যর্থ।
অত্যাচারের সঙ্গী অত্যাচার। পিছনে দেওয়াল।
আগুয়ান ভীল বিপ্লব। ধর্মের প্রলেপ, আইনি কবচ।
ফুটপাথে রক্তের ছোপ।
শান্ত আকাশে ডানা মেল উড়ে শকুন দল।
পৃথিবীটা এখন ওদের।
সংখ্যাধিক্য পরাজিত, ধর্ষিত গণতন্ত্র।