ছোটবেলা
ছোটবেলা
1 min
199
ছোটবেলার স্মৃতির ঝুড়ি
আগলে নিয়ে বুকে,
এগিয়ে চলেছি জীবনপথে
ফেরিওয়ালা রূপে।
সুখ, দুঃখ, হাসি, কান্না
আছে সাথে জড়িয়ে,
জীবনপথে ছোটবেলা
তাড়াতাড়ি যায় ফুরিয়ে।
যতই তাকে চেষ্টা করি
আগলে আগলে রাখার,
ছোটবেলা ঠিক হারিয়ে
যায় বড়বেলার অভিজ্ঞতায়।
অবুঝ মন ফিরে যেতে চায়
ছোটবেলার বাঁকে,
ফেরা আর হয়না!
কর্তব্যবোধ মনকে বেড়ি
পড়িয়ে রাখে...
