চারাগাছের মনের কথা
চারাগাছের মনের কথা


আমি এক অবলা দূর্বল চারাগাছ,
তোমার সদ্যজাত শিশুটির মতো;
নিজেই নিজের যত্ন নিতে অক্ষম।
মাটি-জল-আলো-সুরক্ষা দিয়ে,
আমায় যত্ন দিয়ে বড়ো করে তোল;
কথা দিচ্ছি করবো না বিশ্বাসভঙ্গ।
বড়ো হয়ে পাঠাবো না তোমাদের,
বৃদ্ধাশ্রমে। লিখিয়ে নেবো না সম্পদ,
অযত্ন করবো না বৃদ্ধ বয়সে।
বড়ো হয়ে তোমাদের ফুল দেবো,
ফল দেবো, ছায়া দেবো, ঘরের
ভেতর বাতাস পাঠাবো।
কার্বনডাইঅক্সাইড শুষে নেবো;
অক্সিজেন ছড়িয়ে দেবো;
বর্ষা-শরৎ-বসন্ত এনে দেবো;
মৃত্যুর পর অঙ্গদান করে যাবো;
তোমাদের ব্যবহারের লাগি।