ভাবে কি কেউ
ভাবে কি কেউ
শুভ জন্মদিন আজ আর বলে না কেউ,
লেগেছে হ্যাপি বার্থ ডে টু ইউ - এর ঢেউ।
মায়েরা দিতেন দুধ পায়েস বাটি ভরে,
ভুরভুরিয়ে গন্ধ ছড়াত চাতাল জুড়ে।
সন্তান করত প্রণাম দিয়ে পায়ে হাত,
মা করতেন আশীর্বাদ ধান দুর্বা সাথ।
আসন বিছিয়ে দিতেন ভাত পঞ্চ ব্যাঞ্জন,
অতি যত্নে জন্মদিনে মা করতেন রন্ধন।
ঠাকুরের দিতেন পূজা, আয়ু পাক ছেলে,
আনন্দে ভাসতেন বাড়ির সবাই মিলে।
এখন দেখি খালি পাশ্চাত্যের অনুকরণ,
পরম্পরায় নয়, বিলাসিতায় ডুবে মন।
মিউজিক, হুল্লোড়, অতিথি সমাগম,
ছেলের হাতে ছুরি তোলেন আধুনিকা মম।
মোমবাতিতে ফু, কেক কাটা, পায়েস উধাও,
ক্যাটারারের হাত থেকে খাবার নিয়ে খাও।
আলোক সজ্জা, বেলুন, উপহার ও শুভেচ্ছা,
দিনটা আলট্রা মডার্ণ - সবই তাই আচ্ছা।
আশীষ প্রণাম চুলোয় গেছে - হ্যাপি বর্থ ডে!
ভাবে কি কেউ, খুশির মাঝে বছর যায় ঝরে।