"বাবা" অভিরাজ শর্মা
"বাবা" অভিরাজ শর্মা
1 min
154
জন্ম নিলাম,
পিতৃ পরিচয় তোমায় পেলাম
তোমার মনে খুশির জোয়ার,
আমায় পেয়ে দেখতে পেলাম
বড় হলাম আমি যত,
শিক্ষা পেলাম আমি তত
সূর্যদয় প্রথম দেখা,
তোমার কাধে চড়ে
দিনগুলি সব পড়লে মনে,
মনটা যে যায় ভরে
মেলায় যাওয়া জিলিপি খাওয়া,
সাথে কটকটি আর নিমকি
অতীতকে বলি আমি,
ফেরানো যায়না সেই দিনকি?
আমি বলিকি সময়,
আমি যতই হইনা বড়
কিন্তু বাবা কেন বুড়ো?
যদি নাইবা পারো
তাহলে আমায় করো বুড়ো,
বাবা যেন হয় বড় ||
