বাবা ও মেয়ে
বাবা ও মেয়ে
1 min
796
বিকেলে খোলা বারান্দায় বসলে দেখতাম
প্রায়ই দেখতাম
সামনের রাস্তাটা দিয়ে
মেয়েটা বাবার হাত ধরে পার্কের দিকে হেঁটে যায়
বেশ কয়েক বছর দেখি নি তাদের….
এখন আবার দেখছি
প্রায়ই দেখি
সামনের রাস্তাটা দিয়ে দুজনে পার্কের দিকে হেঁটে যায়
তবে মেয়েটা বাবার হাত ধরে নয়
বাবাকে হাত ধরে নিয়ে যায় ।।
