অনুকবিতা গুচ্ছ
অনুকবিতা গুচ্ছ

1 min

11.9K
আহামরিজোকের ধন নেপোয় মারি,
বুলিয়ে দিয়ে জিয়ন কাঠি;
তাদের বানিয়েছো অনুগামী;
তোমায় বলি যে আহামরি।
চমৎকারী।
সূর্যের আলোর ছায়াপথে গহীন রাতি,
প্রেমের সুরসুরির অন্তরে সহানুভূতি,;
ইঁদুরের পেটে সাপের কামড়াকামড়ি ;
চলছে ভূবন জুড়ে শুধুই চমৎকারী।
বলিহারি
পিছনে জী লাগিয়ে বলি মাতাজী,
পিছনে জী লাগিয়ে বলি বাবাজী;
কারোকে বলি পুরুষ, কারোকে নারী;
তাই, আমি তোমাদের বলি বলিহারি।