অভিশপ্ত পুঁথি
অভিশপ্ত পুঁথি
1 min
142
যেই পুঁথি পড়ে লাভের জায়গায়,
হয়ে যায় ক্ষতি,
সেই পুঁথি দূরে রাখার বিশেষ
অব্যাহতি।
যেই পুঁথিতে পূন্যের চেয়ে পাপের
সংখ্যা বেশী,
সেই পুঁথি নয় ভালো খারাপ
রেশারেশি।
পুঁথি শুধু মন্ত্ররই না কুমন্ত্রণার ও
হয়,
অভিশপ্ত পুঁথির জন্য জীবন হবে
ক্ষয়।
