আকাশ
আকাশ


নীল আকাশ, কোথায় রেখেছো
আমার নীলাঞ্জনাকে?
আমি তো আর খুঁজে পাই না তাকে।
বৃষ্টির সাথে একটি বার তাকে পাঠিয়ে দিও
আমি আজো শুধু তারই অপেক্ষায় জানিও।
কেউ বলে তারা হয়ে জলে রাতের আকাশে,
তাই আমি সারা রাত চেয়ে থাকি তোমার দিকে
যদি দেখা পাই আমার নীলাঞ্জনার
শুধু জানবো কেনো ফেলে গেলো আমাকে।
সীমাহীন তোমার মাঝে একা নীলাঞ্জনা,
কোথায় খুঁজব তাকে আমি তো জানিনা,
শুধু জানি এখন শুরু আমার প্রহর গোনা,
মৃত্যু দিয়ে তোমায় কাছে পাবো নীলাঞ্জনা।