তোমাকে ভেবেই আমার সাহিত্য সাধনা, তুমি আমার লেখা আগ্রহের সঙ্গে পড়ো, মন্তব্য করো, ভালো-মন্দ, ভালো-মন্দ বিচার করে মানদণ্ডের কাঠগড়ায় দাঁড় করাও, আমার খুব ভালো লাগে, তাই আমি নিরন্তর সাহিত্য সাধনায় মগ্ন থাকতে চাই, তোমায় ভালোবাসি বলেই।
আজও সে আসে, অশ্র ঝরা চোখে, আন্দোলিত মননে আজও সে আসে, অশ্র ঝরা চোখে, আন্দোলিত মননে
অব্যক্ত যন্ত্রণায়, আশা-নিরাশার ঘেরাটোপে, নিঃশেষ হয়ে যায় জীবন যন্ত্রণার কঠিন ছবি অব্যক্ত যন্ত্রণায়, আশা-নিরাশার ঘেরাটোপে, নিঃশেষ হয়ে যায় জীবন যন্ত্রণার কঠিন ছ...
জানালাগুলো খুলে দাও জানালাগুলো খুলে দাও
স্মৃতিময় জীবন বয়ে যাবে বাকি স্মৃতিময় জীবন বয়ে যাবে বাকি
মুখগুলি ঢাকো------ মুখগুলি ঢাকো------
রূপের অহংকার রূপের অহংকার
এইবার প্রলয় হবে, নিরালা নিঃশব্দে গ্রহেরা দেখবে চেয়ে, এইবার প্রলয় হবে, নিরালা নিঃশব্দে গ্রহেরা দেখবে চেয়ে,
পাঁচমিশালী শব্দ চচ্চড়ি পাঁচমিশালী শব্দ চচ্চড়ি