Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

#REAL HEROES

SEE WINNERS

Share with friends

ভারতের স্বাধীনতা দিবস একটি এমন উৎসব যেখানে বর্তমান কে উদযাপিত করা হয় , এবং একই সাথে অতীতের মানুষদের লড়াইকে শ্রদ্ধা জানানো হয় এবং ভবিষ্যত কে আরো বেশি নিরাপদ করা হয় ।

ফিরি দেখি আমাদের দেশকে কী পরিমাণ বিরোধিতার সাক্ষী থাকতে হয়েছে । অতীতের লড়াই এর স্মৃতিচারণ করি আর সেই লড়াইতে বিপ্লবীদের যে পরিমাণ বলিদান দিতে হয়েছে সেটা আমাদের মনে জেগে ওঠে। মূলত বিপ্লবীদের জন্যেই আমরা স্বাধীনতা পেয়েছি।

আমরা কখনোই ভুলবো না যে ওই লড়াই এবং স্বাধীনতা লাভ আমাদের কী শিখিয়েছে। "রাত্রি যতোই অন্ধকার হোক না কেন সকাল ঠিক তার পরেই আসে"।

যখন আমরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের পরিচয় এবং তাদের অবদান মনে রাখছি এবং উদযাপন করছি তার সাথে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে বিপ্লবীরা ছাড়া আমাদের দেশের আরো অনেক মানুষই এই দেশকে স্বাধীন করার জন্য অনেক অনেক বেশী সাহায্য করেছেন। তাদের নিজেদের পরিবার পরিজনদের থেকে দূরে থাকতে হয়েছে যাতে আমরা ভালো থাকি সেই কারণে ।

এরা ছাড়াও আরো অনেক সাহসী হৃদয়ের মানুষ আছেন যারা কোভিড পরিস্থিতির মধ্যে  মানুষের জীবন বাঁচিয়ে চলেছেন। যারা নিজেদের জীবনের মায়া না করে অন্য মানুষদের জীবনের কথা চিন্তা করে চলেছেন।

এর পাশাপাশি কিছু মানুষ আছেন যারা অন্য মানুষদের মনের অবস্থা বোঝেন এবং তাদের সাহায্য করার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারেন ।

এই সমস্ত মানুষরা হলো আমাদের কাছে ঈশ্বরের প্রতিভূ এবং তারা সুপারহিরোদের মতো আমাদের মাঝে রয়েছেন ।

এখন সকথয়েছে তাদের এই আত্মত্যাগ উদযাপন করার কারণ ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস ছাড়া আর কী ভালো উৎস হয় !

এই উৎসব যা উদযাপন করে সাহসিকতা ,আত্মত্যাগ, দেশের প্রতি আমাদের ভালোবাসা, জেদ ইত্যাদি সবকিছুই

স্টোরিমিরর লাইব্রেরীপ্রেনার্স অফ ইন্ডিয়ার সাথে -Lipl এর সাথে সহযোগে নিয়ে এসেছে। "রিয়েল হিরোজ" - একটি লেখার/অডিওর প্রতিযোগিতা যা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে লেখার/ বা কোন গল্প বা কবিতা বলার জন্য যা আপনার জীবনের আসল সত্যিকারের হিরোদের কথা আমাদের জানাবে। তাদের সাহস আর ত্যাগের কথা আমাদের মধ্যে ছড়িয়ে পড়বে!!

একটি কবিতা না গল্প তাকে উদ্দেশ্য করে জমা করতে হবে যাকে আপনার মনে হয় সত্যিকারের হিরো।

আপনি যদি এরকম একাধিক মানুষকে হিরো হিসেবে জানেন তাহলে আপনি একাধিক গল্প/কবিতা জমা করতে পারবেন ।

এই নায়কেরা যেকোন ক্ষেত্র থেকে হতে পারে যেরকম:-

স্বাধীনতা সংগ্রামী

পুলিশ

সেনা /প্রতিরক্ষা বাহিনী

স্বাস্থ্য আধিকারিক (ডাক্তার,নার্স ইত্যাদি )

শিক্ষক

সামাজিক কর্মী

দমকল কর্মী

সিকিউরিটি গার্ড

বিমানচালক

বৈজ্ঞানিক

গৃহ কর্মী

সাধারণ মানুষ

এবং আরো অনেক কিছু

কিছু নিয়ম যা মনে রাখতে হবে :-

- প্রতিযোগীদের অবশ্যই তাদের নিজস্ব লেখা উপরের থিমে দিতে হবে

- শুধুমাত্র গল্প বা কবিতাই একমাত্র গ্রহণযোগ্য । কোনো প্রবন্ধ বা রচনা নেওয়া হবে না ।

- গল্প বা কবিতা লিখে বা অডিও হিসেবে রেকর্ড করে দিতে হবে ।

- জমা দেওয়ার নির্দিষ্ট কোনো সীমা নেই । প্রতিযোগীরা যতো বেশী সংখ্যক লেখা বা অডিও অনেক জন হিরোর উপর জমা করতে পারবেন।

একই পরিবারের সমস্ত সদস্যরা তাদের নিজেদের আলাদা আলাদা ekauntbbybhar করবেন। যদি কোনো বাচ্চারা বয়স ৬ বছরের নীচে হয় এবং সে যদি এই প্রতিযোগিতায় তার মা - বাবা বা দাদু/দিদা অংশগ্রহণ করে তাহলে বাচ্চাটার একাউন্ট বাকিদের থেকে আলাদা হতে হবে ।

- গল্পের জন্য কোনো শব্দ সংখ্যা নির্দিষ্ট নেই ।

- বয়সের কোন ঊর্ধ্বসীমা বা নিম্ন সীমা নেই ।

- প্রতিযোগীরা কবিতা বা গল্প দুটো আলাদা আলাদা ক্ষেত্রের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। যদিও প্রত্যেকবার তাদের জমা দিতে হবে যেকোনো একটি বিভাগের ক্ষেত্রে হয় কবিতা না হয় গল্প।

- কবিতা বা গল্প শুধুমাত্র প্রতিযোগিতার অনলাইন লিংকের মাধ্যমেই জমা দেওয়া যাবে ।

- ই - মেল এর মাধ্যমে বা হার্ড কপিতে বা প্রতিযোগিতার লিংক ছাড়া কোনো লেখা আসলে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

- প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত ।

প্রতিযোগিতার বিভাগ :

প্রথম বিভাগ - ১২ বছরের ঊর্ধ্বে

দ্বিতীয় বিভাগ - ১২ বছরের নীচে

বিভাগ : গল্প, কবিতা, অডিও

ভাষা : ইংরেজি, হিন্দি, মারাঠী, গুজরাটি, তামিল, তেলেগু, মালয়ালম , কানাড়া, উড়িয়া এবং বাংলা .

পুরস্কার :

সর্বোচ্চ ২০ টি সবথেকে ভালো গল্প এবং কবিতা যারা নির্বাচিত হবে তারা পাবে "জুরি চয়েজ অ্যাওয়ার্ড" প্রত্যেক ভাষার প্রত্যেক বিভাগের জন্য । এই লেখাগুলি প্রকাশিত হবে স্টোরি মিরর এর তরফ থেকে একটি ই- বইতে এবং প্রত্যেক প্রতিযোগীকে অংশগ্রহনের জন্য শংশাপত্র দেওয়া হবে । আমাদের এডিটর দের দেওয়া নাম্বার এর ভিত্তিতে ফলাফল নির্ধারিত হবে।

- সেরা ১০ টি লেখা যাদের পাঠক সংখ্যা বেশী হবে (লাইক আর কমেন্ট মাধ্যমে) তারা পাবে "জনপ্রিয় লেখক পুরস্কার" প্রত্যেক ভাষার প্রত্যেক বিভাগের জন্য,এবং তারা ১৫০/- টাকা মূল্যের একটি ভাউচার পাবেন তাদের শংসা পত্রের জন্য ।

- যে সমস্ত প্রতিযোগীরা ২০ টি বা তার বেশী গল্প উপরের থিমে সাবমিট করবেন তারা একটি ফিজিক্যাল বই জিতবেন বিনামূল্যে স্টোরি মিররের তরফ থেকে প্রত্যেক ভাষার প্রত্যেক বিভাগের জন্য । এই ক্ষেত্রে লেখাটির এডি টরিয়াল স্কোর ৬ হওয়া বাধ্যতামূলক।

- সমস্ত প্রতিযোগীরা ৪০ টি বা তার বেশী গল্প উপরের থিমে সাবমিট করবেন তারা একটি ফিজিক্যাল বই জিতবেন বিনামূল্যে স্টোরি মিররের তরফ থেকে প্রত্যেক ভাষার প্রত্যেক বিভাগের জন্য । এই ক্ষেত্রে লেখাটির এডি টরিয়াল স্কোর ৬ হওয়া বাধ্যতামূলক।

- সেরা ২০ টি অডিও রেকর্ডিং কে (সমস্ত ভাষা ও সমস্ত বিভাগের) ১৫০ টাকার একটি ডিসকাউন্ট ভাউচার এবং শংসা পত্র দিয়ে সন্মানিত করা হবে।

প্রত্যেক প্রতিযোগী একটি অংশগ্রহণকারী শংসাপত্র পাবেন ।

জমা দেওয়ার সময় :

১ লা আগস্ট ২০২২ থেকে ৩১ সে আগস্ট ২০২২

জমা দেওয়ার লিংক :

রেজাল্ট : ৫ ই অক্টোবর ২০২২

যোগাযোগ :

Email: neha@storymirror.com

ফোন নাম্বার : +91 9372458287 / 022-49240082

হোয়াটসঅ্যাপ : +91 84528 04735



Trending content
1 220