STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Drama

3  

Sanghamitra Roychowdhury

Drama

শবরীর প্রতীক্ষা

শবরীর প্রতীক্ষা

1 min
566

এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে খিচুড়িটা সবেমাত্র নামাতে যাচ্ছে শবরী। ঠিক তখনই কর্কশ শব্দে ফোন। ছুটলো শবরী, রিসিভারটা ধরে স্থাণুবৎ শবরী। খিচুড়ির পোড়া গন্ধ ছড়িয়েছে গোটাবাড়ি জুড়ে। নীলিমাদেবী আর সীতেশবাবু এসে দাঁড়িয়েছেন। ফোন বাজার আওয়াজের পরই খিচুড়ির পোড়া গন্ধ টেনে এনেছে তাঁদের লিভিং রুমে। দিল্লির আর্মি হেড কোয়ার্টারের ফোন। অমিতেশকে পাকিস্তান মুক্তি দিয়েছে। প্রেমিকের বাবা-মায়ের বুকে আছড়ে পড়ে কাঁদছে শবরী। আজ শবরীর প্রতীক্ষার অবসান।

   


Rate this content
Log in

Similar english story from Drama