ডাক
ডাক
তখন রাত প্রায় দেড় টা
একটা পাখি ডাকছে
নাম না জানা, অচেনা একটা পাখি
ডাকছে....আদৌ ডাকছে!!!
নাকি কাদছে.......!!!!
প্রিয়জনের হারিয়ে যাওয়ার,
ছেড়ে চলে যাওয়ার কষ্টে .....
ও চাইছে ওর ডাক টা অনেক দূরে যাক
ছড়িয়ে যাক বাঁশির সুরের মতো.....
কিন্তু........
ওর করুন ডাক বদলে গেছে চাপা কান্নায়
ও ক্লান্ত.....অনেক ক্লান্ত...
ঘুমিয়ে পড়েছে বোধহয়..
কাল সকালে আবার উঠতে হবে যে
নতুন ভোর আসছে..
স্বপ্নে ভেসে থাকলে কি আর চলে....।
