দ্বিতীয় প্রেমের গল্প
দ্বিতীয় প্রেমের গল্প
পাহাড় আমাকে কখনো টানেনি। সে যে দূর্বোধ্য, দুর্গম! অনেকটা প্রচন্ড ব্যক্তিত্ববান মানুষের মতো।যাকে সবাই বোঝে না।চাইলেই যাকে স্পর্শ করা যায় না, যে থাকে সাধারনের ধরা ছোঁয়ার বাইরে।তাই সবসময়ই পাহাড়কে বড্ড বেশি দূরের মনে হতো আমার! মানুষ যা বোঝে না তার থেকে দূরে থাকবে এটাই মানব প্রবৃত্তি। সেকারণে আমিও বার বার ফিরে গেছি চিরচেনা সমুদ্রের কাছে। কারণ তার যে খুব কাছাকাছি যাওয়া যায়, তাকে আলিঙ্গন করা যায় যখন তখন! সমুদ্রকে তুলনা করা যায় উত্তাল তারুণ্যের সাথে; যে অস্থির, বেগবান আর আওয়াজী। যাকে বোঝা সহজ। কিন্তু এবার যখন প্রথমবারের মতো পাহাড়ে
গেলাম আমি আর এই ‘জঞ্জালে ঠাসা মিথ্যে কথার শহরে’ ফিরে আসতে চাইনি। পাহাড়ে গিয়ে আমার এক মুহুর্তের জন্য চোখ বুজতে ইচ্ছে হয়নি পাছে কিছু সময়ের জন্য আমি এই সৌন্দর্য থেকে নিজেকে বঞ্চিত না করে ফেলি এই ভয়ে।দম বন্ধ করা সুন্দর বলতে যা বোঝায় এইই সেই! এখানে মরে গেলেও আফসোস থাকবে না! পাহাড় শান্ত, পাহাড় স্থির।পাহাড়কে দেখে আমি শিখেছি পাহাড়প্রতীম কিভাবে হতে হয়। কিভাবে হাজার প্রতিকূলতায় অটল, অবিচল থাকতে হয় নিজ বিশ্বাসে। পাহাড় দুরূহ, দুর্বোধ্য, দুর্ভেদ্য! আর তাইতো সে এমন অসহ্য সুন্দর! যদি কারও হৃদয় থাকে তবে এর প্রেমে তাকে পড়তে হবেই!