ভুতুড়ে পুতুল
ভুতুড়ে পুতুল


আদিত বসু(বয়স ১৪)
একবার আমি আমার সাইকেল নিয়ে এক বন্ধুর বাড়ি যাচ্ছিলাম। রাস্তায় হঠাৎ আমি দেখলাম কেউ একটা পুতুল ফেলে রেখে গেছে। আমি পুতুলটার পাশ দিয়ে সাইকেল চালিয়ে চলে গেলাম। বন্ধুর বাড়িতে গিয়ে আমরা অনেকক্ষণ খেললাম। তারপর বাড়ি ফেরার সময় আমার বন্ধু বলল, 'জানিস, আমার একটা খুব সুন্দর পুতুল ছিল, ওটা না হারিয়ে গেছে। পুতুলটা আমার খুব প্রিয় ছিল। কি করে হারালো আমি জানিনা।' আমার তখন ঝট্ করে মনে পড়ে গেল, কিছুক্ষণ আগেই আসার পথে যে পুতুলটা আমি রাস্তায় পড়ে থাকতে দেখলাম, সেটাই নয়তো? তাই আমি বন্ধুকে ঘটনাটা খুলে বললাম আর দুজনে সাইকেলে চেপে ওই জায়গাটায় গেলাম। কিন্তু গিয়ে দেখি, পুতুলটা আর ওখানে নেই। আমার বন্ধু বলল, 'হয়তো কেউ কুড়িয়ে নিয়ে চলে গেছে বা কোন কুকুর বেড়াল মুখে করে অন্য কোথাও নিয়ে গেছে।' কিন্তু ওর কথা শেষ হতে না হতেই হঠাৎ আমি দেখলাম পুতুলটা ওখানেই পড়ে আছে অথচ আমরা ঠিক তখনই ওটাকে কত খুঁজেছি, অথচ দেখতে পাইনি! আমরা দুজনে খুব ভয় পেয়ে গেলাম আর পুতুলটা ফেলে রেখেই তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম।