STORYMIRROR

Manab Mondal

Abstract Tragedy Inspirational

3  

Manab Mondal

Abstract Tragedy Inspirational

তোমার স্মৃতি

তোমার স্মৃতি

1 min
206


মনে পড়ে তোমাকে

আজো যখন তখন ।

নিরব অন্ধকারে নয় শুধু 

কমলা রঙের ভোর থেকে সোনালী সন্ধ্যায়

মনে পরে তোমায়, ধুসর দুপুরে,

তারাদের ভিড়ে গম্ভীর রাতের নীল দীর্ঘশ্বাসে।

তোমাকে সব সময় রেখেছি অনুভবে।

স্বপ্ন এখনো দেখি নিয়ে তোমাকে 

চোখের প্রতি পলকে।

আপন ভাবি আজো তোমাকে

আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে, 

 তোমার স্মৃতির রোদ্দুর আমার আকাশ জুড়ে 

কখনো মেঘলা হয়ে তোমার বিরহে,

কেঁদে অন্তরে নিরবে নিভৃতে শুরু তোমার তরে।


Rate this content
Log in