স্কুল
স্কুল


স্কুলটা আমায় কি এখনো মনে রেখেছে ,
সে কি তার সেই পুরনো বন্ধুকে চিনতে পারবে।
আর ক্লাস রুম গুলো সেখানে আমি একবছর করে ছিলাম,
যারা আমার আসার অপেক্ষায় তাকিয়ে থাকতো।
সেই বেঞ্চ গুলো যেগুলো আমি বিনে পয়সায় কিনেছিলাম,
অন্য কেউ আগে এসে বসে গেলে যাদের ভালো লাগতো না।
সেই স্কুল মাঠটা সেটার ওপর দিয়ে হেঁটে গেলে,
কানে কানে বলে যেত কখন খেলতে আসবি।
তারা কি এখনো আগের মতোই আছে,
নাকি সময়ের সাথে তারাও বদলে গিয়েছে।
তারা বদলালে বদলে যাব আমি কিন্তু বদলানি
স্কুলের প্রতি আমার ভালোবাসা একটুও কমবে নি।
যখনই স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়াই,
এই স্কুল পিয়াসী মন ছুটে যায় স্কুল জীবনে।
একে একে চোখের সামনে ভেসে ওঠে স্মৃতিগুলো,
জীবনের আনন্দ আর ভয়ে ভরা দিন গুলো।
যে বাড়িতে জীবনের সব থেকে বেশি সময় কাটাই,
তার থেকেও বেশি প্রিয় এই স্কুল এবং ক্লাসরুম।