STORYMIRROR

SUBHAM MONDAL

Others Children

3  

SUBHAM MONDAL

Others Children

ফাঁকি

ফাঁকি

1 min
169

দিনের বেলায় ছােটাছুটি খেলাধূলার ধুম, 


রাতের বেলায় পড়েতে বসে পায় যে আমার ঘুম। 


বাংলা ক্লাসে ইংরেজি বই বের করে বসে থাকি, 


এমন করে সারা বছরই মেরে এসেছি ফাকি। 


পরীক্ষায় বসতে মনে আসে না অতীতের সেই পড়া,


 পকেট থেকে বার করতেই পড়ে যাই যে ধরা। 


ভুলে ভুলে সারা পৃষ্ঠা করে দিই যে বােঝাই, 


লিখতে না পেরে সামনের জনকে কলম দিয়ে খোচাই।


 কোনাে রকম তিনটে ঘণ্টা, খাতা দিয়েই ছুটি, 


বাড়ি গিয়ে খাই আগে মায়ের তৈরি রুটি।


 মা-বাবা বলে, - কী রে জণ্ড, - পরীক্ষা কেমন হল ? 


ঘাড় নেড়ে বলে দিই, হয়েছে খুব ভালাে।


Rate this content
Log in