ম্যাগাজিনের ছড়া
ম্যাগাজিনের ছড়া
1 min
106
আমি পারছি না লিখতে কোনাে ম্যাগাজিনের ছড়া
আমার মনে পড়ছে না কোনাে বইয়ের পড়া।
ভেবে পাই না আমি কী করি,
লিখব কী, বলে দাও পরী।
বসে গেলাম লিখতে আমি যেমন তেমন,
বলােতাে তােমরা আমার ছড়াটা হয়েছে কেমন ?
আমার ছড়া ভুল হলে কোরাে না রাগ,
তাই ভুল হলে দিওনা কোনাে দাগ।
