কেমন আছো তুমি
কেমন আছো তুমি
1 min
172
বুকের ভিতর একা একটা আকাশ,
ফেলছে দীর্ঘশ্বাস।
ভাগ্য করে গেলো কত মিষ্টি পরিহাস।
লক্ষ্য যতো থাক দুরে,
কথা ছিলো যাবো একসাথে পার করে।
এক দুই পা চলে ছিলাম মরা একসাথে,
জেগে ছিলাম রাতে ,
স্বপ্নের জাল বুনে।
সুখের সন্ধানে , এ মন হলো আজ বিরোহের মুখোমুখি।
দূরত্ব যতো হোক, জানতে চায় মন, তুমি হয়েছো কতটা সুখী??
আসলে এখনো নরম জোৎস্না রাতে,
নিবিড় হয় মন তোমার কথাতে।
ঘন মন খারাপে মেজাজ বদলায় আকাশটার।
এখনো বুকে ভিতর তোমার জন্যে আছে আমার,
এক সমুদ্র হাহাকার।।।