গড়
গড়
1 min
183
মা গাে মা সরস্বতী
তােমায় করি গড়
এইবারটি কোনক্রমে
পার আমায় কর।
পরীক্ষা যে এসে গেল
এখন কী যে করি
দিনগুলাে যে ছুটছে বেজায়
পড়ি কি আর মরি
সারা বছর কেটে গেল
গল্প আর ফাকিতে
এখন শুধু আঁধার দেখি
কেবল দু চোখেতে
ইংরাজিকে করেছি
সাত সাগরের পার
অঙ্কেতে মা শূন্য দেখি
ভাগ মেলানো ভার
ভূগােল এসে বাধা দিল
মাথায় যত গেলি।
বিজ্ঞানে মা জ্ঞান নেইকো
হিস্ট্রি হরিবােল।
