STORYMIRROR

SUBHAM MONDAL

Others Children

3  

SUBHAM MONDAL

Others Children

গড়

গড়

1 min
183

মা গাে মা সরস্বতী


তােমায় করি গড়


এইবারটি কোনক্রমে


পার আমায় কর।


পরীক্ষা যে এসে গেল


এখন কী যে করি


দিনগুলাে যে ছুটছে বেজায়


পড়ি কি আর মরি


সারা বছর কেটে গেল


গল্প আর ফাকিতে


এখন শুধু আঁধার দেখি


কেবল দু চোখেতে


ইংরাজিকে করেছি


সাত সাগরের পার


অঙ্কেতে মা শূন্য দেখি


ভাগ মেলানো ভার


ভূগােল এসে বাধা দিল


মাথায় যত গেলি।


বিজ্ঞানে মা জ্ঞান নেইকো


হিস্ট্রি হরিবােল।


Rate this content
Log in