একজামিন
একজামিন
1 min
239
কালকে আমার একজামিন
এখনও পড়ছি ম্যাগাজিন।
পদ্য গদ্যর পড়া হয়ে গেল সাড়া।
বাকি আছে রচনা তাই তাে ভাবনা।
ভাবছি দেব বানিয়ে কলম আছে শানিয়ে।
আর আছে ব্যাকরণ বের করে দিচ্ছে দম।
আরও বাকি আছে জানি বাবার চোখ রাঙানি
প্রস্তুতি আমার ভালাে মার্কসিট হবে আলাে।
