বেখেয়ালে
বেখেয়ালে
সময়ের বেখেয়ালে নিজেকে
হারিয়ে ফেলা এক নিঃসঙ্গ রাতে
তারাদের উপহাসে শুধু
বন্ধু ছিলো তোমার কিছু স্মৃতি আমার সাথে ,
ভোর হলোও , মন খারাপে আকাশ
ভিতরে তখন একনাগাড়ে
বৃষ্টি পড়ছে মুষলধারে
অথচ আকাশে কুমারী মেয়ের মতো
মেঘেরা চলছে গল্প করে।
আমার বুকের ভিতর শত দীর্ঘ শ্বাস,
বেখেয়ালে লিখে ফেলে, কত কবিতা, গল্প উপন্যাস,
তবুও তো একটা শব্দ তোমাকে ছুঁতে পারেনা।
তবুও তোমার স্মৃতি বুকে , চলে যাবে এ সুন্দরী পৃথিবী থেকে,
সব অভিযোগে ভুলে, যাবো চলে
রেখে যাবো তোমাকে নিয়ে লেখা কিছু কথা, কবিতা, সুযোগ পেলে, খুঁজে নিও সেথা, আমার ভালোবাসার গভীরতা।