ওই যে ভুজমন্ত্রের সাধনমার্গে দরিয়া বসালেন সেখানে একটুকরো নীলিমা এঁকে উড়িয়ে দিন সমস্ত টুকরোগুলো
সেখানেও বৃক্ষুর সুইসাইড স্কোয়াড কর্মরত। ওখানে কোনো প্রথম দ্বিতীয় বা তৃতীয় বিশ্ব নেই।
বাবাকে আর যায় না দেখা
আমার এত কষ্ট দেখেও গোবিন্দ জী হাসেন শুধু মিটমিটিয়ে
মায়ার টান রয়েই যাবে বরাবর।
অনম্বরে আজ শুদ্ধ বাংলা নাই, বিকৃত ঘরে ঘরে অনম্বরে আজ শুদ্ধ বাংলা নাই, বিকৃত ঘরে ঘরে