NILAY CHATTERJEE

Others

3  

NILAY CHATTERJEE

Others

বাংলা বাংলা

বাংলা বাংলা

2 mins
13



সন্ধ্যায় আমরা কাশ্মীর পৌঁছলাম । তখন সাড়ে সাতটা বাজে। গাড়িটা থামতেই ঘোরকাটল।লিটার 

নদীর তীরে হোটেল বুক করা ছিল । আলোছায়ায়

ঠিক জায়গাটা বুঝতে পারছিলাম না। হোটেলের লোকেরা হাতাপাতি করে আমাদের মাল পত্র ঢুকিয়ে নিল । আমাদের রুম দিয়ে দিল কনকনে ঠান্ডা তখন । একেবারে কাবু বলা যায় ।

সুন্দর বেড কভার দেওয়া সুন্দর বিছানা । সেই

রকম শরীর গরম করা ঢাকা । একটু কিছু শুকনো খাবার খেয়ে নিয়ে ঢাকার তলায় শরীরটা ঢুকিয়ে দিলাম । কথা পর্যন্ত বলতে ইচ্ছে

করছিলো না । ঢাকার ভেতর থেকে শুনতে পাচ্ছিলাম  কুলু কুলু -একটানা একটা ধ্বনি । ঢাকার ভেতরেও যেন শরীরটা কাঁপছে ।

অথচ মনকাড়া ঐ কুলুকুলু একটা সঙ্গীতের মতোই আমার কানে বেজে চলেছে । আমি বুঝতে পারছিনা কোথা থেকে শব্দ টা আসছে ।

তাহলে কি হোটেলের মধ্যে কেউ জল তরঙ্গ ...!

আমাদের টিম বস বেশ অভিজ্ঞ । ঢাকার ভেতর থেকে কোনো রকমে ঠোঁট দুটো একটু ফাঁক করে

আমার উদ্দেশে বললেন , লিটার নদীর আওয়াজ

শুনতে পাচ্ছেন ? ঐ যে......!

আমিও গরম ঢাকার ভেতর থেকে এক রকম

কাঁপতে কাঁপতেই সাড়া দিলাম ... এটা লিটার নদীর

আওয়াজ ...! কি সুন্দর ..আহা !

বস বললেন ----হ্যাঁ ।

আমি আর কোনো কথা বললাম না । একমনে

লিটারের গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না ।

পরের দিন সকালে হোটেল থেকে বাইরে আসতেই

দেখি ঘোড়াওয়ালারা ঘোড়া এনে হাজির । ঘোড়ার

পিঠে চেপে দেখলাম পাহাড়ি উপত্যকার ঢাল বেয়ে

বয়ে চলেছে একটা শীর্ণ নদী । আমদের দেশের

বাড়িতে যে টাকে নালা বলে । ঠিক সেই রকম ।

অথচ রাতের নির্জনতায় লিটারের কুলু কুলু যেন

সঙ্গীতের মূর্চ্ছনা তৈরি করেছিল আমার মনে ।

পাহাড়ি উপত্যকায় একটা নদীর বয়ে চলা আর সেই বয়ে চলার মধ্যেই সঙ্গীতের সুরের উদ্রেক ! আর বাংলা ভাষার মাধ্যমেই তার জীবন্ত বর্ণনা... । এ একমাত্র বাংলাতেই সম্ভব ।

বাংলা একমাত্র ভাষা যে মনের কথা প্রকাশ করতে

পারে সুন্দর করে । ঘোড়াওয়ালারা তাড়া দিচ্ছিল । ঘোড়ার পিঠে চেপে আমরা মিনি সুইজারল্যান্ড এর উদ্দেশে রওনা দিলাম । মনোমুগ্ধকর দৃশ্য দেখে অভিভূত হলাম । তবেই না একে ভূস্বর্গ বলে !

................................................................



Rate this content
Log in