STORYMIRROR

Partha Basu

Others Children

4  

Partha Basu

Others Children

পুজো এলো

পুজো এলো

1 min
360

বর্ষা গেল শরৎ এলো

আকাশ ঘন নীল,

শাপলা কত উঠল ফুটে

ভর্তি হলো বিল।

শিউলি ফোটে ভোর বেলাতে

শিশির জমে ঘাসে,

পুকুর পাড়ে কাশ ফুলেরা

আপন মনে হাসে।

পাট এর কাঠি পথের পাশে

রোদ্দুর তে শুকায়,

কিশোর ছেলে খেলায় মেতে

তাহার ভিতর লুকায়।

দিনের শেষে সন্ধ্যা নামে

কুয়াশা মেখে গায়,

তখন পল্লী বধু তুলসী তলে

প্রদীপ জ্বেলে দেয়।

খেলা ফেলে কিশোর ছেলে

ফেরে আপন ঘরে,

পুজোর ছুটি বই খাতা টি

রয় যে কোথায় পড়ে?।

চারিদিকে পুজো পুজো

বাতাসে পুজোর ঘ্রাণ,,

ভোরে ওঠে হৃদয় আমার

ভরে ওঠে মন প্রাণ।

এলো এলো পুজো এলো,

দুর্গা মা কি জয়,,

মনের অসুর বধ কর মা'

পাপ কর মা' ক্ষয়।

শরৎ এলো পুজো এল

বাংলার ঘরে ঘরে,

আজ ছোট্ট বেলার স্মৃতিগুলো

বড়ই মনে পড়ে।

হারিয়েছে সে সোনালী দিন

জীবন পথের বাঁকে,

চলছে ছুটে সময় গুলো

যায় না ধরা তাকে।

এল এল পুজো এলো

দুগ্গা মা কি জয়,,

শান্তি মা' গো দাও গো ধরায়,

কাটাও মনের ভয় ।


Rate this content
Log in