STORYMIRROR

SUBHAM MONDAL

Others

3  

SUBHAM MONDAL

Others

কথার ভাঁজে

কথার ভাঁজে

1 min
162

কথার ভাঁজে, আটকে থাকি,

তােমার উত্তরের অপেক্ষাতে,

আমার কথা যায় যে বয়ে, তােমার মনের দ্বারে,

 কথার ভাঁজেই ছিলে তুমি,

আমিই বুঝি নি, কথার ভাঁজেই ভােমায় খুঁজি তুমিও বোঝ নি।

 মন বাগিচায় রইব বসে,তােমার প্রতিক্ষায়,

 কথার ভাঁজে তােমায় পাবে এই আস্কারায়..।

 কইরাে কথা তােমার সাথে, শিশির ঝরা ভােরে,

 ভােমার আমার গল্পকথা রবে নীরবতায় ঘিরে,।


Rate this content
Log in