STORYMIRROR

Pamor Kantak

Others

4  

Pamor Kantak

Others

কবিরা বন্দুক তাক করতে ভুলে গেছে

কবিরা বন্দুক তাক করতে ভুলে গেছে

1 min
221

চারদিকে বারুদ - শহরটা দাঁড়িয়ে প্রকান্ড বারুদের স্তূপের ওপর, 

বাতাসে নিঃশ্বাসে এত বারুদ, দম বন্ধ করে দেওয়া বারুদের গন্ধ, 

তবুও যাবতীয় গল্প কবিতা আজ বারুদ শূন্য ফ্যাকাশে, 

আজকাল সত্যই বণিকেরা কবিদের উদ্ভাবন করছেন, 

এর চেয়ে বড় অপমান আর আছে কি না আমার জানা নেই, 

কলমের ধার আজ দীর্ঘকাল হল কমতে কমতে একেবারে ক্ষয়ে গেছে, 

কলম আজ তলোয়ার নয় আর, 

বদলে হয়েছে ডিলডো,‌

যা দিয়ে শাসকদের সুখ দিতে ব্যস্ত কবিরা, 

তারা বহুকাল হল কলমের বন্দুক শিল্পপতিদের দিকে তাক করতে ভুলে গেছে, 

তাই আজ সমাজে রাস্তায় ছড়িয়ে এত বন্দুকের টোটা আর গুলির খোল, 

বাতাসে বারুদ ও রক্তের গন্ধ, 

রক্ত লোলুপ নেকড়ে ও হায়নারা তাই আজ উল্লাসে মত্ত।


Rate this content
Log in