STORYMIRROR

Pamor Kantak

Others

4  

Pamor Kantak

Others

জল

জল

1 min
376

কলতলায় বাওয়াল সেই জলের জন্য
বৃক্ক শুকিয়ে যাচ্ছে জলের অভাবে  
মাটির বুক ফাটছে, 
বিশ্বে বাজতে চলেছে যুদ্ধ দামামা, 
বাতাসে হাহাকার, চিৎকার রব, 
ভগবানের কাছে কত প্রার্থনা, 
কত হাত জোড়া হয়, 
কত শীর হয় নত, 
সবই এক ফোটা জলের জন্য; 
পৃথিবীকে বেষ্টন করে নাগপাশের মধ্যে, 
রয়েছে সুবিশাল জল রাশি; 
কত ছটফটানো প্রাণ তাতে করে বেঁচে যাবে, 
বাঁচতেই পারত, কিন্তু মজা দেখতে 
ওপর থেকে ওপরওয়ালা সেই সুবিশাল 
জল ভাগে এক ক্রূর পৈশাচিক হাঁসি হাঁসতে হাঁসতে 
করে দিয়েছে প্রস্রাব; করে সেই জল 
করে তুলেছে একেবারে লবণাক্ত; 
জল অনেক আছে, কিন্তু আবার থেকেও নেই।


Rate this content
Log in