STORYMIRROR

Pamor Kantak

Others

3  

Pamor Kantak

Others

সকাল‌ সকাল আমি উঠি আর গু খাই

সকাল‌ সকাল আমি উঠি আর গু খাই

1 min
161

জাত হারামি অতি খচ্চর আমি 

রোজ সকালে উঠি আর গু খাই 

তার পর কাজে যাই 

অনেক সময় আবার ড্রেনে নোংরা পাকে মাল খেয়ে উল্টে পড়ে থাকি, মরার অপেক্ষায় 

হাসপাতালে বিছনা বা সেবা না পেয়ে মরি 

চাকরি না পেয়ে খাবার না খেয়ে মরি 

রাস্তায় আন্দোলন অনশন করতে করতে মরি 

আবার ভালবাসার‌ বা কামনার আগুনে বা নরম নারী মাংসের খিদের জ্বালাতেও পুড়ে মরতে থাকি

বাইরের লোকেদের কাছে নিজের ভিটেমাটি সব হারিয়ে মরি 

সরকার, রাষ্ট্র, বহিরাগত, পুঁজিবাদী, গুন্ডা, চোর, বদমাশ, ধর্ষক - সবাই মারছে আমায় 

এই মৃত্যু অবিরাম - অনিবার্য, অবশ্যম্ভাবী।


Rate this content
Log in