SUBHAM MONDAL
Others
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সারা দুপুর জুড়ে।
মনটা আমার যায় উড়ে,
দূর আকাশের পরে।
মনে হয় পেতাম যদি
আমি দুটি পাখা।
যেথায় সেথায় উড়ে যেতাম,
থাকত নাকো মানা।
মেঘেরা হতাে সাথী আমার
বাতাস হতাে গতি
সারা দুপুর এটাই ভেবে
ভুলে গেছি আমি কোথায় আছি।
এটাই আমাকে চা...
অভিমানী মেঘ
প্রভাতের শুরু
বন্ধু যখন গাছ
মজার পড়া ও দ...
ছােট্টো ময়না
পড়ার চাপ
নির্বর্তন
সেই সে আমার গ...
ছাত্ররা